ম্যাজিস্ট্রেট সারওয়ারের বিষয় স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০ ২২:৫৫; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১:২১

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলির বিষয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি জানিয়েছেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে স্বাভাবিক নিয়মেই বদলি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কাছে সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারওয়ারকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই।  সরকারি কর্মকর্তা... আজকে এখানে তো কাল সেখানে। যেমন, আমার পিআরও সাহেব (জনসংযোগ কর্মকর্তা) এখানে আছেন, কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন- এটিই নিয়ম।

দীর্ঘদিন তিনি এক জায়গায় থাকার কথাও নয় বলে জানান তিনি। তিনি বলেন, সে হয়তো আরও ভালো জায়গায় যাবেন, আরও ভালো করার জন্য অন্য জায়গা বদলি করবেন। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলি করা হয়েছে।

দেশে বিভিন্ন র‌্যাবের অভিযানে আলোচনায় আসেন ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলমকে পদোন্নতি করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, দেশে আলোড়ন সৃষ্টি করা ক্যাসিনোবিরোধী অভিযান, হাসপাতালগুলোতে চলা অভিযান এবং সর্বশেষ সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম।  

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top