প্রয়াত হলেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০ ২২:৪৮; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৪৯
-2020-11-16-16-47-24.jpg)
প্রয়াত হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শওকত আলী।
সোমবার (১৬ নভেম্বর) জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সকাল সাড়ে ৯ টায় তিনি প্রাণ হারান।
শওকত আলীর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ।
দেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম এই সেনা কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন। এসব কারণে বেশ কিছুদিন ধরে সিএমএইচে চিকিৎসা নিতে হচ্ছিল তাকে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮৪ বছর বয়সী শওকত আলীর জন্ম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং বাহের দিঘীরপাড় গ্রামে ১৯৩৭ সালে।
তিনি পড়াশুনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৫৯ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান।
বহুল আলোচিত মুক্তিযুদ্ধ পূর্ব আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬ নম্বর আসামি ছিলেন তিনি।
রাজনীতিতে সক্রিয় হওয়ার পর ১৯৭৯ সালে শরীয়তপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচন হন। সেবার আওয়ামী লীগের সংসদীয় দলের হুইপের দায়িত্ব পান তিনি।
নিজ হাতে প্রতিষ্ঠা করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। পরিষদটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও তিনি। ছিলেন ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার দায়িত্বে।
প্রবীণ এই মুক্তিযোদ্ধা জানাজা সোমবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ।
বর্ষীয়ান এই রাজনীতিবিদকে শরীয়তপুর জেলার নড়িয়ায় তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: