জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার গ্রেফতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০ ২০:২৯; আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০১:০৫
-2020-11-17-14-34-36.jpg)
চাঞ্চল্যকর পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ।
তিনি জানান, এখন পর্যন্ত এই হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৫ জন ১৬৪ ধারায় জবানবন্দিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের নাম বলেছে। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: