করোনায় ২৪ ঘন্টায় প্রাণহানি ২১
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০ ২২:৪১; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০০:৩৪

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ২১ জনের। ফলে এ নিয়ে সর্বমোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ২৭৫ জনে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমন ছড়িয়েছে আরও দুই হাজার ১১১ জনের দেহে। ফলে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে এক হাজার ৮৯৩ জন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ৫৪ হাজার ৭৮৮ জন হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ মার্চ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: