অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী আর নেই
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০ ২০:৫০; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:২১
-2020-11-21-14-49-26.jpg) 
                                দেশের অন্যতম বর্ষীয়ান ধর্মীয় বক্তা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৪টা ২০ মিনিটে মারা যান তিনি। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী। তিনি জানান, আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রয়াত এই আলেম বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।
মুসলিম জনমহলে বেশ সুপরিচিত মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার ছিলেন। ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে।
- এসএইচ

-2022-11-05-10-13-49.jpg) 
                                                     
                                                    -2022-08-22-10-57-52.jpg) 
                                                    -2022-05-17-18-42-36.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: