দুই বাসের রেষারেষি, মেট্রোরেলের পিলারে ধাক্কা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪ ২১:১৬; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১২:৪৩

রাজধানীর মিরপুর থেকে আগারগাঁওয়ের পথে সেফটি পরিবহণের একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। জানা গেছে, দুই বাসের রেষারেষিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে সজোরে ধাক্কা দেয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে আগারগাঁও বিমান যাদুঘর এলাকায় মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দেয় বাসটি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ওসি মো. ফারুকুল আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টহল টিম পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকে খোঁজা হচ্ছে। বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানি নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: