গণমাধ্যমকে সত্যের পক্ষে থাকতে হবে

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০ ০৪:৫১; আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ০৪:৫৯

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, সংবাদপত্র অবশ্যই নিরপেক্ষতা রেখে তাদের সংবাদ প্রচার করবে। এটি খুব জরুরি। তবে যেসব ক্ষেত্রে আমাদের দেশের স্বাধীনতা ও স্বাধীনতার চেতনা জড়িত রয়েছে, সেখানে নিরপেক্ষতা নয়, সেখানে অবশ্যই স্বাধীনতার পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে লিখতে হবে। আমাদের জানা দরকার, কোথায় আমরা নিরপেক্ষ থাকব এবং কোথায় আমরা একটি পক্ষের সঙ্গে থাকব। যেখানে সত্য-মিথ্যার লড়াই সেখানে আমরা অবশ্যই সত্যের পক্ষে থাকব।

দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক দশকপূর্তি উদযাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top