করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২৯

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০ ০১:০০; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৩০

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরো ২৯ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৬০৯ জন হয়েছে।

গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরো ১ হাজার ৭৮৮ জনের দেহে। ফলে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জনে।

একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ২ হাজার ২৮৭ জন।এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top