ব্যক্তি নয় ভাস্কর্যের বিরুদ্ধেই আমাদের অবস্থান: মামুনুল হক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০ ০২:৪০; আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ০২:৪১
-2020-11-29-20-39-34.jpg) 
                                বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রদত্ত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বক্তব্য ব্যাখ্যা করেন এই নেতা।
নিজেদের অবস্থান কোন ব্যক্তির বিরুদ্ধে নয় বরং ভাস্কর্যের বিরুদ্ধে জানিয়ে হেফাজত নেতা বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া বা এ ধরনের কোনো বক্তব্য দিইনি। আমি বলেছি, আদর্শিক জায়গা থেকে কোনো ভাস্কর্য রাখা হবে না। যখন থেকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি, তখন থেকে দ্ব্যর্থহীনভাবে বলছি, ভাস্কর্য যারই হোক, জিয়াউর রহমানের হোক অথবা অন্য যারই হোক, আমি ভাস্কর্যের বিরুদ্ধে। সব ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে জানিয়ে মামুনুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফেরাত কামনা করি। কখনও কোনোভাবেই এমন একজন মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না।
ভাস্কর্যের বিরুদ্ধে নিজের অবস্থানের বিষয় পুনরায় তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল বলেন, রাষ্ট্রীয়ভাবে ভাস্কর্য স্থাপনের চেষ্টা করা হলে সামর্থ্যের মধ্যে এর বিরুদ্ধে আমি বলেই যাব। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াব না। এমন কোনো পদক্ষেপ নেব না যেটা হঠকারী হয় বা জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে।
দেশের সব ভাস্কর্যের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের আইনগতভাবে, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সামর্থ্য থাকলে জিয়াউর রহমানের ভাস্কর্যসহ সব ভাস্কর্যই আমরা মুসলমানদের জনপদ থেকে অপসারণ করার উদ্যোগ নেব।
- এসএইচ

-2022-11-05-10-13-49.jpg) 
                                                     
                                                    -2022-08-22-10-57-52.jpg) 
                                                    -2022-05-17-18-42-36.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: