করোনায় আক্রান্ত সিপিবি সভাপতি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০ ২৩:১৯; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৩:২০
-2020-11-30-17-18-17.jpg) 
                                বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সোমবার (৩০ নভেম্বর) সিপিবি সভাপতি আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।
আব্দুল্লাহ আল কাফি রতন জানান, মুজাহিদুল ইসলাম সেলিম রোববার (২৯ নভেম্বর) করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন, গতকালই রিপোর্ট এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে।
প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে জড়িত। ২০১২ সালে তিনি পার্টির দশম কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। এর আগে গত শতকের নব্বইয়ের দশক থেকে তিনি সিপিবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
৭২ বছর বয়সী এই ব্যক্তি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি পদে ছিলেন।
 
- এসএইচ

-2022-11-05-10-13-49.jpg) 
                                                     
                                                    -2022-08-22-10-57-52.jpg) 
                                                    -2022-05-17-18-42-36.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: