শিক্ষার সুযোগকে প্রসারিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৪ জুন ২০২৪ ২২:৫৫; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের সুরক্ষায় উদ্যোগী হওয়ার পাশাপাশি শিক্ষার সুযোগকে প্রসারিত করেছে সরকার।

মঙ্গলবার (৪ জুন) গণভবনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আয়োজিত জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের মেধা-মননের বিকাশে সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার।

তিনি বলেন, মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক, বৃত্তি-উপবৃত্তি, তথ্য-প্রযুক্তি শিক্ষাকে স্কুর কলেজ পর্যন্ত বিস্তৃত করা, কারিগরি শিক্ষাকে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করাসহ শিক্ষার উন্নয়নে তাঁর সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে গত চার বছরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শতাধিক শিশু-কিশোরের হাতে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top