হজে গিয়ে ৪৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন সাড়ে ১১ হাজার হাজি
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৪ জুন ২০২৪ ১১:৪৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:১৯
-2024-06-24-11-42-49.jpg)
এ বছর সৌদি আরবে পবিত্র হজে গিয়ে ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ রয়েছেন, নারী ৯ জন। রোববার মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে রোববার মধ্যরাত পর্যন্ত ৩০টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ জন হাজি।
অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে তামজিদ আলী (৬৭) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে মক্কায় ৩৩ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: