ফাঁসপ্রশ্নে রেলে নিয়োগ পরীক্ষা, তালিকা হচ্ছে সেই চাকরিপ্রার্থীদের

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪ ০৯:৫৭; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

ছবি: সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় আবেদ আলী চক্রের ফাঁস করা প্রশ্নে শতাধিক চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। তাদের তালিকা তৈরি করা হচ্ছে।

সম্প্রতি পিএসসির উপ-পরিচালক, সহকারী পরিচালক, ডেপাচ রাইডার, অফিস সহকারী ও সাবেক গাড়িচালকসহ ১৭ জনকে গ্রেফতারের পর এসব তথ্য বেরিয়ে আসে। গ্রেফতারদের দেওয়া তথ্য বলছে— চক্রটি শুধু রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নয়, গত দেড় যুগের বেশি সময় বিসিএস ক্যাডারসহ নন-ক্যাডারের অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত।

সিআইডির একাধিক কর্মকর্তা জানান, রেলওয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। যারা ফাস হওয়া প্রশ্নে পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের বিষয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তাদের গ্রেফতার করা হবে। এছাড়া অন্যান্য নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য পাওয়া গেছে, সে বিষয়েও তদন্ত করা হবে।

মুহম্মদ তৌহিদুল ইসলাম সিআইডির বিশেষ পুলিশ সুপার। প্রশ্নফাঁস মামলার এই তদন্ত কর্মকর্তা বলেন, এর আগে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছিল। সেই প্রশ্ন যারা উত্তীর্ণ হয়ে চিকিৎসক হয়েছিলেন— এমন অনেককে গ্রেফতার করা হয়েছিল।

কীভাবে হতো প্রশ্নফাঁস

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পিএসসির উপ-পরিচালক আবু জাফর বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তার চক্রের সদস্যদের হাতে তুলে দিতেন। অফিস সহায়ক সাজেদুল ইসলাম তার কাছ থেকে প্রশ্নপত্র কিনে সহযোগী শাখাওয়াত হোসেন ও তার ছোট ভাই সাইম হোসেনকে দিতেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রার্থী সংগ্রহ করতেন।

সাজেদুল পিএসসির একজন সদস্যের কক্ষের ট্রাংক থেকেও প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। শাখাওয়াত ও সাইম নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার দু-এক দিন আগে ঢাকা এবং ঢাকার বাইরে বাসা ও হোটেল ভাড়া করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্নপত্র ও উত্তর বিতরণ করতেন। সাজেদুল চাকরিপ্রত্যাশী সংগ্রহের পাশাপাশি ফাঁস করা প্রশ্ন পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর কাছে বিক্রি করতেন। আবেদ আলী চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভাড়া ঘরে রেখে প্রশ্নের উত্তর মুখস্থ করাতেন।

আবু সোলায়মান ওরফে সোহেল চাকরিপ্রার্থী সরবরাহ ও বুথ পরিচালনা করতেন। ডেসপাচ রাইডার খলিলুর রহমান সাজেদুলের কাছ থেকে ফাঁস করা প্রশ্নপত্র কিনতেন এবং পিএসএসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবিরের দেওয়া প্রশ্ন চাকরিপ্রার্থীদের কাছে বিক্রি করতেন। জাহিদুল ইসলাম ফাঁস করা প্রশ্ন সংগ্রহ করে চক্রের সদস্য লিটন সরকার ও প্রিয়নাথের কাছে বিক্রি করতেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top