বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় চারজন গ্রেফতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ২১:১১; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১২:০৪
-2020-12-06-15-10-17.jpg)
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৬ ডিসেম্বর) সাংবাদিকদের এই বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে দেশে কোনো রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না।
ভাংচুরকারীরা ইবনে মাসউদ মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানানো হয়।
এই ঘটনায় প্রথমে আবু বকর এবং নাহিদকে গ্রেফতার করা হলে পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ভাস্কর্য স্থাপনে হেফাজতের বিরোধিতার বিষয়ে তিনি বলেন আমাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তার বক্তব্যে স্পষ্ট করেছেন। যদি কেউ মনে করেন, তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা। আমি গতকাল ফেসবুকে দেখেছি একটা ছোট ছেলে বলছে যে, মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছে, তার চেয়ে বেশি রক্ত হেফাজতের তারা দিয়েছে। এ যে মিথ্যাচার, এ যে বিভ্রান্তি অল্প বয়সের ছেলের মাথার মধ্যে দিচ্ছে এটা তারা জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিতভাবে দিচ্ছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: