বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০ ২০:৫৭; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩০

ফাইল ছবি

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবারো প্রাণ গেল দুই বাংলাদেশির।মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তের বিপরীতে ভারতের তিনগাঁও বিএসএফের জওয়ানরা তাদের গুলি করে।

নিহতরা হলেন- নিহত রবিউল ইসলাম (২৬) উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে এবং নাজিমউদ্দিন (৩০) হরিপুর উপজেলার বাসিন্দা।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু।

স্থানীয়সূত্রে জানা গেছে, রবিউলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ছোড়া গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান রবিউল। এ সময় গুলিবিদ্ধ নাজিমউদ্দিনকে উদ্ধার করে দিনাজপুরে নেয়ার পথে তিনিও মার যান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন।     

এই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম।

 

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top