করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩২
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০ ২২:২৩; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৩:১৯

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ৩২ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৯০৬ জন হয়েছে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমিত হয়েছে আরও ২ হাজার ২০২ জনের দেহে। ফলে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনে।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ২ হাজার ৫৭১ জন রোগী। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১ হাজার ১৯৪ জন হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ ই মার্চ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: