করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২৫
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০ ০০:০৮; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৫:৫৫

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ২৫ জনের।ফলে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ২১৭ জন হয়েছে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও ১ হাজার ৩১৮ জনের দেহে। ফলে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জনে।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে আরও ২ হাজার ২৪ জন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে সনাক্ত হয় ৮ই মার্চ। এর দশদিন পরেই মৃত্যুর সংবাদ আসে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: