উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২০ ২২:৩৭; আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৫:৪৮

আসন্ন ঈদকে ঘিরে ফ্লাইওভারসহ অন্যান্য উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও জনদুর্ভোগ কমাতে এই আদেশ দেন তিনি।

সোমবার মন্ত্রীর সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের মেয়র, সংসদ সদস্য, সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন।

টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর-চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর- এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করার নির্দেশ দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের দুদিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় সড়কে যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজেএমইএর সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।

ঈদের আগের ৩ দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

#জেঅ/এনএস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top