জোটের প্রার্থী তালিকা ঘোষণা আজ, ২২০ আসনে লড়তে পারে জামায়াত
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬ ১৫:১৩; আপডেট: ২০ জানুয়ারী ২০২৬ ২২:১৯
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। এবারের নির্বাচনে ২২০ আসনে লড়তে পারে জামায়াত। তিনটি আসন উন্মুক্ত রাখা হবে সবার জন্য। বাকি আসনগুলোতে ১০ দলীয় জোটের অন্য শরিক দলের নেতারা নির্বাচন করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চূড়ান্ত তালিকা ঘোষণা করবে এই জোট।
এর আগে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বন্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় ওই আসনগুলো বাকিদের মধ্যে বণ্টন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমঝোতা অনুযায়ী এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী ২২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বাকিগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবে জোটের শরিকরা। তবে সমঝোতা না হওয়ায় তিনটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। এসব আসনে জোটের একাধিক শরিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। উন্মুক্ত আসনগুলোতে প্রার্থী দেবে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও এবি পার্টি।
আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আটটি ইসলামি দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং গণভোট আলাদাভাবে করার দাবিতে যুগপৎ আন্দোলনে নেমেছিল। পরে তারা একসঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। একপর্যায়ে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দল এই প্রক্রিয়ায় যুক্ত হয়।
তবে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে টানাপোড়েন দেখা দেয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের। সমঝোতা না হওয়ায় গত বৃহস্পতিবার জামায়াতের নেতৃত্বাধীন এই জোটের ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। যেখানে জামায়াতের আসন থাকে ১৭৯টি। বাকি দলগুলোর মধ্যে এনসিপিকে ৩০টি ও বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০টি আসন দেওয়া হয়।
৪৭টি আসন রেখে ইসলামী আন্দোলনকে জোটে ফেরানোর আশা করা হলেও দলটি গত শুক্রবার সংবাদ সম্মেলন করে জোট ছেড়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত জানায়। পরে ১০ দলের পক্ষ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চরমোনাইয়ের দলের জন্য অপেক্ষায় থাকার কথা জানানো হয়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করতে অনড় থাকায় ১০ দলের মধ্যে ওইসব আসন বন্টন করা হয়। আজ সেই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: