দেশে ২৪ ঘন্টায় মৃত্যু তালিকায় যুক্ত হল আরো ২৮ জন
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২০ ২১:১৫; আপডেট: ৩১ জুলাই ২০২০ ২১:২৭
বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের বিধ্বংসী ছোবলে দেশে প্রাণ গেল আরো ২৮ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ১১১ জনে।
অন্যদিকে, ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমিত হয়েছে আরও দুই হাজার ৭৭২ জনের দেহে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জনে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও দুই হাজার ১৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জনে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রতিদিনের মত অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান।
সুরক্ষিত থাকতে দেশের সবাইকে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান তিনি।
এসএইচ

আপনার মূল্যবান মতামত দিন: