করোনায় আক্রান্ত অধ্যাপক আনু মুহাম্মদ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ আগস্ট ২০২০ ২১:৩৬; আপডেট: ২ আগস্ট ২০২০ ২১:৩৯

অধ্যাপক আনু মুহাম্মদ

দেশে ছুটেই চলছে করোনাভাইরাস সংক্রমনের ঘোড়া। একের পর এক সংক্রমিত করে চলছে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরও। নিস্তার পাচ্ছে না কেউ।

স্ত্রী শিল্পী বড়ুয়া ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর এবার আক্রান্ত হয়েছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।

বতর্মানে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদ তাঁর ও তাঁর স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) আনু মুহাম্মদের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন শনিবার (১ আগস্ট ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে তার ফল পজিটিভ আসে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয় তাঁর স্ত্রী শিল্পী বড়ুয়া।

খবর-প্রথম আলো
এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top