করোনায় কমে এসেছে মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১১; আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২২:৩২

ফাইল ছবি
বিশ্বমহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে কমে এসেছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘন্টায় সারাদেশে প্রাণহানি হয়েছে আরোও ৫ জন। ফলে দেশে করোনায় এ পর্যন্ত মোট ৮ হাজার ২৫৩ জন মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও ৪০৪ জনের দেহে। ফলে মোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে আরও ৪২২ জন। ফলে নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন করোনামুক্ত হয়েছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয়েছে গত ১৮ ই মার্চ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: