দেশে ২৪ ঘন্টায় আরো ৩০ জনের প্রাণহানি
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ আগস্ট ২০২০ ২১:১২; আপডেট: ৩ আগস্ট ২০২০ ২১:২৫
-2020-08-03-15-13-47.jpg)
বিশ্ব মহামারী ভয়াল কোভিড-১৯ সংক্রমনে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরো ৩০ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৮৪ জনে ।
একইদিনে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি সংক্রমন ছড়িয়েছে আরো ১ হাজার ৩৫৬ জনের দেহে। এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার ১০২ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সোমবার (৩ আগস্ট) দুপুরে অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য দেন।
সুরক্ষিত ও সুস্থ থাকতে দেশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: