২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল আরো ৫০ জনের প্রাণ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২০ ২১:১৫; আপডেট: ৫ আগস্ট ২০২০ ০০:৫৬
-2020-08-04-15-16-32.jpg)
বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রকোপে দেশে থামছেই না মৃত্যুর মিছিল। ঈদের দুইদিন পর মৃত্যু সংখ্যা কম থাকলেও আবার বেড়ে গেছে মৃত্যু সংখ্যা।
ভাইরাসটির প্রকোপে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে আরও ৫০ জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৩৪ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও ১৯১৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৪ হাজার ২০ জনে।
একইদিনে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মঙ্গলবার দুপুরে অধিদফতরের নিয়মিত ব্রিফিং এ এসব তথ্য তুলে ধরেন।
দেশের সকলকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: