চসিকে প্রশাসক নিয়োগ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২০ ২৩:৪৮; আপডেট: ৫ আগস্ট ২০২০ ০২:৪৬

নগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।
স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন ২৯ মার্চ তফসিল ঘোষণা করেও মহামারী পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে পারেননি।
খোরশেদ আলম সুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি সায়েন্সে ভর্তি হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ১৯৮৬ সালে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ৬ আগস্ট মেয়রের দায়িত্ব নিয়েছিলেন আ জ ম নাছির উদ্দীন।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: