করোনায় মৃত্যু আরো ৩৩ জনের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ আগস্ট ২০২০ ২১:০৫; আপডেট: ৫ আগস্ট ২০২০ ২১:১০
-2020-08-05-15-07-37.jpg)
বিশ্ব মহামারী প্রাণনাশি করোনাভাইরাসের কবলে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু তালিকায় যুক্ত হয়েছে আরও ৩৩ জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ২৬৭ জন।
একইদিনে, ভাইরাসটি সংক্রমণ ঘটিয়েছে আরও ২ হাজার ৬৫৪ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার (৫ আগস্ট) দুপুরে অধিদফতরের নিয়মিত হেলথ ব্রিফিং এই তথ্য তুলে ধরেন।
সুরক্ষিত থাকতে দেশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: