বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৮, ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ১৯ মার্চ ২০২১ ১৬:৩৮; আপডেট: ৪ মে ২০২৪ ১৯:০০

বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৮, ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর - প্রতীকী ছবি

বাগেরহাটের ডেমা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আটজন গুলিবিদ্ধ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মো. মাহফুজুর হাসান (২৮), রবিউল ইসলাম (২৫), রুহুল আমিন (৪৫), মিকাইল (২৮), নওশের শেখ (৩০), হেলাল গাজী (২১), রিন্টু তরফদার (৩০), অনিক তরফদার (২৫) ।


প্রতক্ষ্যদর্শীরা জানায়, ইউনিয়নের সদস্যপ্রার্থী হিসেবে টাকা জমা দেয়ার ঘটনায় ডেমা ইউনিয়নেরর বর্তমান সদস্য সজিব ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাপ্পীর মধ্যে সৃষ্ট তর্কাতর্কির একপর্যায়ে গুলিবর্ষণ করা হয়। এতে ইউপি সদস্য সজিবের গ্রুপের আটজন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে প্রতিপক্ষের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট ভাংচুর করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাফিন মাহমুদ জানান, সদর উপজেলার ডেমা ইউনিয়নে গুলির ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।



বিষয়: সহিংসতা


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top