চলে গেলেন সুরকার আলাউদ্দিন আলী
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ আগস্ট ২০২০ ০২:০৪; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ২০:৫৪

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই। রবিবার (০৯ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার মেয়ে আলিফ আলাউদ্দিন ও ঘনিষ্ঠজন মোমিন বিশ্বাস।
বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে শনিবার (০৮ আগস্ট) ভোরে হাসপাতালে ভর্তি হন। এক পর্য ায়ে তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় ও তীব্র শ্বাসকষ্ট থাকায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে আজ রবিবার (০৯ আগস্ট) বিকেলে তিনি মৃত্যু বরণ করেন।
আলাউদ্দীন আলী একাধারে একজন সঙ্গীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার। ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর পুরোনো ঢাকায় তার জন্ম। তার বাবা ওস্তাদ জাদব আলী। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দীন আলী দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: