করোনায় প্রাণ হারাল আরো ৩৯ জন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ আগস্ট ২০২০ ২১:৪৪; আপডেট: ১০ আগস্ট ২০২০ ২১:৪৯
-2020-08-10-15-48-40.jpg)
বিশ্বজুড়ে চলমান মহামারী করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরো ৩৯ জনের। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৪৩৮ জন কোভিড রোগী মারা গেলেন।
একইসময়ে, ভাইরাসটি সংক্রমিত করেছে আরো ২ হাজার ৯০৭ জনকে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা অধিদফতরের নিয়মিত হেলথ ব্রিফিং এসব নিয়ে তথ্য জানান।
সুরক্ষিত ও নিরাপদ থাকতে দেশের সবাইকে সব ধরণের সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: