কাল থেকে গণপরিবহন বন্ধ
রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১ ১৯:০৬; আপডেট: ১৪ জানুয়ারী ২০২৬ ২১:২৯
আগামীকাল (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আজ রবিবার রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে।
এর আগে শনিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
বিষয়: গণপরিবহন

আপনার মূল্যবান মতামত দিন: