বেড়েছে মাথাপিছু আয়, কমেছে জিডিপি প্রবৃদ্ধি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ আগস্ট ২০২০ ১৯:২১; আপডেট: ১১ আগস্ট ২০২০ ১৯:২৩

ফাইল ছবি

বার্ষিক মাথাপিছু গড় আয় বেড়েছে বাংলাদেশের মানুষের। ২০১৮-১৯ অর্থবছরের গড় আয়কে অনেক পেছনে ফেলে বিদায়ী অর্থবছর (২০১৯-২০) এ তা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার এ।

২০১৮-১৯ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। ফলে দুই অর্থবছরের ব্যবধান দাঁড়িয়েছে ১৫৫ ডলার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয়ের সাময়িক হিসাবে এই চিত্র উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় মানুষের মাথাপিছু আয় বছরে দাঁড়াচ্ছে গড়ে ১ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ, মাসে গড় আয় প্রায় ১৪ হাজার ৬০০ টাকার মতো।

সাময়িক এই হিসাবে ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি কমে বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। করোনার কারণে বিদায়ী বছরে প্রবৃদ্ধি কমেছে। ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি০১৮ হয়েছিল।

উল্লেখ্য, মাথাপিছু গড় আয় কোনো ব্যক্তির ব্যক্তিগত আয় নয়। একটি দেশের মোট আয়কে মাথাপিছু ভাগ করে প্রাপ্ত আয়।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top