সংসদের পরবর্তী অধিবেশনেও থাকছে না সাংবাদিকরা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০ ১৭:০৬; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৩:১৩
-2020-08-28-11-05-27.jpg)
জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেও থাকছে না গণমাধ্যম কর্মীদের প্রবেশের সুযোগ। সংসদ সচিবালয় এই বিষয়ে কার্ড ইস্যু করবে না বলে জানিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই সংসদ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আগামী ৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সংসদে সাংবাদিক প্রবেশে বারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশ্য সচিবালয় জানান, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন।
সংসদের অধিবেশনের সংবাদ প্রচারে গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিতে অনুরোধ করা হয়।
- খবর-যুগান্তর
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: