জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদফতরের গবেষণা প্রতিবেদন
স্বাস্থ্যবিধি মানেন না দেশের ৪৮ শতাংশ লোক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০ ১৯:১২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৩:০৬
-2020-08-28-13-11-06.jpg)
দেশজুড়ে বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের রেশ কাটেনি এখনো। অব্যাহত আছে প্রতিদিনই মৃত্যুর মিছিল। স্বাভাবিক হয়নি এখনো পরিস্থিতি।
দেশের মানুষের মাঝে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতার অভাবেই মূলত দেশে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ভাইরাসটির সংক্রমণ। দেশের ৫১ দশমিক ৬ শতাংশ লোক করোনাভাইরাসের সংক্রমণ কীভাবে প্রতিরোধ করতে হয়, তা জানেন। এই জনগোষ্ঠীর মধ্যে আবার ৫২ শতাংশের কিছু বেশি লোক মাস্ক ব্যবহার করেন। বাকিরা মাস্ক পরেন না।
এমন তথ্যই উঠে এসেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদফতরের এক গবেষণা প্রতিবেদনে।
অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ৩ টি আলাদা আলাদা গবেষনা চালায় ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়াদের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জ্ঞান বা সচেতনতার ব্যাপ্তি, মনোভাব এবং এর প্রয়োগ উপর ভিত্তি করে।
গবেষণার প্রতিবেদনটি বৃহস্পতিবার (২৭ আগস্ট) মিডিয়ার সামনে নিয়ে আসেন অধিদপ্তর।
বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণ শুরুর পর দেশে সর্বপ্রথম শনাক্ত হয় গত ৮ই মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। আর এই গবেষণা এ বছরের মার্চ থেকে আগস্টের মধ্যে পরিচালনা করা হয়। এতে অংশ নেন ১ হাজার ৫৪৯ জন। তাদর মধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত ৬০৪ জন এবং ৩৯৯ জন শিক্ষার্থী।
গবেষণা প্রতিবেদনটি নগর এবং গ্রামের সাথে সমন্বয় করে করে করা হয়। জনসাধারণের মধ্যে পরিচালিত গবেষণাটি ঢাকা মহানগর ও দেশের উত্তরাঞ্চলের দুটি গ্রামীণ জনপদে পরিচালনা করা হয়। এর মধ্যে ৬৯ দশমিক ৮ ভাগ লোক করোনাভাইরাস কীভাবে ছড়ায়, সে সম্পর্কে জানেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ৭০ ভাগ উত্তরদাতা সঠিকভাবে জানেন। এ ছাড়া মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার বিষয়ে যথাক্রমে ৭৮ দশমিক ৪ ভাগ এবং ৮৭ দশমিক ৬ ভাগ ইতিবাচক ধারণা পোষণ করেন। করোনাভাইরাস সংক্রমণ কীভাবে প্রতিরোধ করতে হয়, সে বিষয়ে শতকরা ৫১ দশমিক ৬ ভাগ লোক জানেন।
করোনাভাইরাস সম্পর্কে সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা লোকরাই মাস্ক ব্যবহার করেন। অর্থাৎ ৫২ দশমিক ১ ভাগ মাস্ক ব্যবহার করেন। জনসাধারণের মধ্যে করোনাভাইরাসকে মরণব্যাধি মনে করেন ৭৪ শতাংশ।
বেশ ইতিবাচক তথ্য এসেছে ঢাকার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সহযোগী কর্মীদের ওপর পরিচালিত গবেষণায়। তাদের ৭৫ শতাংশ করোনা ছড়ানো ও প্রতিরোধ বিষয়ে জানেন এবং ৭৬ শতাংশ ব্যক্তিপর্যায়ে স্বাস্থ্যবিধি চর্চা করেন। এর মধ্যে ৭৭ শতাংশ লোক মনে করেন, করোনা পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ঢাকার বাইরে বাকি বিভাগীয় শহরে শিক্ষার্থীদের অবস্থা বেশ সন্তোষজনক। শহরগুলিতে শিক্ষার্থীদের ওপর পরিচালিত তৃতীয় গবেষণায় উঠে এসেছে, ৭১ দশমিক ৬৮ শতাংশের করোনাভাইরাস সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩২ শতাংশ জানিয়েছেন, তারা বাড়িতে বা বাইরে সামাজিক দূরত্ব না মেনেই আড্ডা দেন। ১৬ শতাংশ রেস্টুরেন্ট বা খাবারের দোকানে যান।
- খবর-যুগান্তর
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: