কোন পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত ইসি নেবে: সিইসি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২২ ০৯:৪৪; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৮:৪১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। তবে কোন পদ্ধতিতে ভোট হবে, নির্বাচন কমিশনই (ইসি) সে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে ইসি স্বাধীন। জাতীয় নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, ৩০০ সংসদীয় আসনে ইভিএমে ভোট করার সামর্থ্য এই মুহূর্তে ইসির নেই।
গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দেন, আগামী সংসদ নির্বাচন হবে ইভিএমে। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে ইভিএম নিয়ে আলোচনা চলছে। নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আছে। বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো ইভিএমের বিরোধিতা করে আসছে।
এ বিষয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোট গ্রহণ কীভাবে হবে, কতটা ইভিএমে হবে, কতটা ব্যালটে হবে—এ বিষয়ে ইসি এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেনি। এটি পর্যালোচনাধীন রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘হয়তো আপনারা বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে। আমি জানি না, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, না আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, এটা এখনো স্পষ্ট না। আওয়ামী লীগের সভানেত্রী বলা, বিএনপির প্রধান বলা, জাসদের আবদুর রব বলা এগুলো ভিন্ন জিনিস।’
আপনার মূল্যবান মতামত দিন: