২৪ ও ২৬ সেপ্টেম্বর সৌদি-বাংলাদেশ বিশেষ ফ্লাইট

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৬; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৭:২১

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের বিমানের বিশেষ ফ্লাইটে দেশে আনা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিমানের ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগামী ২৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে ও ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে উড়ে আসবে বিমান। আগে নিবন্ধনকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে পারবেন।

বিমানের বিশেষ ফ্লাইটের টিকিটের মূল্য ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বরের রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২১৫০ সৌদি রিয়াল।

অন্যদিকে, মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার একমুখী ফ্লাইটের ও। এই যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২২০ সৌদি রিয়াল।

বিমানের বিশেষ ফ্লাইটে আসা যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। এছাড়া সাত কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top