এনজিওগ্রামের পর নিশ্চিত হওয়া যাবে মাইল্ড অ্যাটাক হয়েছে কিনা : মির্জা ফখরুল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২২ ১৭:৫০; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১০:১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন, আজ (শনিবার) বেগম খালেদা জিয়ার শরীরে এনজিওগ্রাম করা হবে। তারপর বোঝা যাবে যে তার সমস্যাটা কতটা জটিল। আসল অবস্থাটা কী। কিংবা তার মাইল্ড অ্যাটাক হয়েছে কিনা?
এর আগে সকাল সাড়ে দশটায় মেডিকেল বোর্ডের সভা হবে। তবে তার অবস্থা এমনিতেই গুরুতর। তার উপর হার্টের সমস্যা হলে সেটা তো আরও জটিলাকার দেখা দেয়। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেনো তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি যেনো এই সংকট আবারও কাটিয়ে উঠতে পারেন।
শনিবার ভোর সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব জানান, রাত দু’টোর দিকে তিনি অধ্যাপক ডা. জাহিদ হোসেনের কাছে খবর পান। এরপর লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। ইতোমধ্যেই প্রফেসর ড. এম সিদ্দিকীসহ অন্যান্যরা তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
চিকিৎসকদের ধারণা বেগম খালেদা জিয়া ‘মাইল্ড (হার্ট) অ্যাটাক’ এ আক্রান্ত হয়েছেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়টা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন। তবে এনজিওগ্রাম করার পরেই সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিষয়: বেগম খালেদা জিয়া
আপনার মূল্যবান মতামত দিন: