শ্রীলঙ্কার সংকট লোডশেডিং দিয়েই শুরু হয়েছিল: হাফিজ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ০৬:১৮; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১২:০১

ছবি : সংগৃহীত

বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে শ্রীলঙ্কার মতোই হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেছেন, শ্রীলঙ্কার সংকট লোডশেডিং দিয়েই শুরু হয়েছিল।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে জাতীয়তাবাদী গার্মেন্টস দল আয়োজিত এক আ‌লোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, শ্রীলঙ্কার মাথাপিছু আয় চার হাজার ডলার। কিন্তু, তারপরও তারা আজ দেউলিয়া। এর কারণ হল দুঃশাসন, পরিবারতন্ত্র। বাংলাদেশেও এ ধরনের পরিস্থিত তৈরি হতে পারে। তবে, আমরা সেটি কখনো চাই না।

দেশে চলমান লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে আওয়ামী নেতারা বলেছেন তারা লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন লোডশেডিং কি এখন জাদুঘরে নাকি ঘরে-ঘরে।

সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে নিরবে চলে যান। আর লুটপাট করবেন না। দেশকে শ্রীলঙ্কা বানাবেন না। সংসদ ভেঙে দেন। নিরপেক্ষ নির্বাচন দেন। আপনারা তো অনেক উন্নয়ন করেছেন। আপনারা জিতলে সেটি আমরা মেনে নেব। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।

তিনি বলেন, ভোলার ঘটনাটি সম্পূর্ণ বিনা উস্কানিতে গণহত্যার শামিল। এটি বিরোধী মতকে দমন করার উপায়। এই সরকারের রাজনীতি হলো কথা বলার রাজনীতি। তারা বলে বাংলাদেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার। যেই রিজার্ভ ব্যবহার অযোগ্য, সেটাও তারা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে জনগণকে ভুল তথ্য দেয়।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এদেশে কোনো গণতান্ত্রিক অধিকার নাই। ভোটাধিকার নাই। সমাবেশের স্বাধীনতা নাই। এ কোন দেশে আমরা বসবাস করছি। যে দেশে নির্বাচনের আগের রাতে ভোট হয়ে যায়। পৃথিবীর কোনো রাষ্ট্রে একটি সংসদ বহাল রেখে নির্বাচন দেয়ার ইতিহাস নেই। একমাত্র রয়েছে বাংলাদেশে।

ইভিএম বাতিল চেয়ে তিনি বলেন, ইসির সংলাপে অধিকাংশ দল ইভিএম বাতিল চেয়েছে। অথচ, তারা বলছে ইভিএম এর মাধ্যমেই নির্বাচন করে। যেসব দেশে ইভিএম আছে তারা পেপার অডিট ট্রেইল ব্যবহার করে, যাতে কারচুপির সুযোগ না থাকে। বাংলাদেশে সেটি নেই, যাতে ভোট কারচুপি করা যায়।

জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ হারুন, গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন রুবেল, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমতুল্লাহ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, কেন্দ্রীয় তাঁতিদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কল্যাণপার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্নাসহ অন্যান্য নেতারা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top