সালাহউদ্দিনকে পাচার করা হয়েছে: মির্জা ফখরুল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ০৫:৩৩; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:০০

ছবি : সংগৃহীত

‘গুমের শিকার ব্যক্তিবর্গের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে তিনি বলেন, ‘লোমহর্ষক গুমের শিকার হয়েছেন সাবেক মন্ত্রী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করা হয়েছে পাশের দেশে।’

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন। পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে 'উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা' করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব উল্লেখ করেন, ‘‘৩০ আগস্ট ‘গুমের শিকার ব্যক্তিবর্গের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে আমি হারিয়ে যাওয়া মানুষদের জন্য উদ্বেগ প্রকাশ করছি। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’’

ফখরুল বলেন, ‘বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত। দুঃশাসন থেকে উৎপন্ন হয় গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী হিংস্রতা।’

তিনি বলেন, ‘সরকারবিরোধী দল ও ভিন্নমতের মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্যই তারা এই কর্মসূচি জোরেশোরে বাস্তবায়ন করছে। বিরোধী দলশূন্য একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই গুমকে প্রধান অবলম্বন করা হচ্ছে। এই নির্দয় গুমের শিকার হয়েছেন সংসদ সদস্য ইলিয়াছ আলী, সাইফুল ইসলাম হিরু ও চৌধুরী আলম, সুমন, জাকিরসহ ছয় শতাধিক বিএনপির নেতাকর্মী। আরেকটি এই নতুন ধরনের ঘটনা দেশবাসীকে মহা-আতঙ্কে উদ্বিগ্ন করে তুলেছে।’

বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ‘গুম হওয়া মানুষদের বেদনার্ত পরিবারগুলো এখনও পথ চেয়ে বসে আছে, প্রিয়জনদের ফিরে আসার সম্ভাবনায়।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top