রাজশাহীতে চলছে জেলা পরিষদের ভোট গ্রহণ 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ২১:১৩; আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ২১:১৪

ফাইল ছবি

রাজশাহীতে নির্ধারিত সময় সকাল ৯ টা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোট মেশিন-ইভিএমে ভোট নেওয়া হবে। রাজশাহীর নয়টি ভোট কেন্দ্রের ১৮টি বুথে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে। জেলা রিটানিং অফিসারের দপ্তর থেকে সরাসরি মনিটরিংয়ের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০৬ জন ও নারী ভোটার ২৭৯ জন। একজন চেয়ারম্যান, তিনটি সংরক্ষিত নারী সদস্য ও নয়টি সাধারণ সদস্য পদের বিপরিতে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও দলীয় মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতা (বহিষ্কার) আখতারুজ্জামান আখতার, বীর মুক্তিযোদ্ধ আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন।

জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি আমার অফিস থেকে সকল কেন্দ্রের ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ হচ্ছে। সুষ্ঠ ভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে দেরীতে ভোট গ্রহণ শুরুর বিষয়ে তিনি বলেন, দেরীতে ভোট গ্রহণ শুরু হয়নি। ইভিএম মেশিন চালু করতে ডিভাইসে ১০-১৫ মিনিট সময় লেগেছে। আশা করা যায় ভোট গ্রহণ সুন্দর ভাবেই শেষ হবে।

এদিকে ভোট কেন্দ্রে ও বাইরে নির্বাচনের উৎসব মুখর আমেজ লক্ষ করা গেছে। আপন আপন প্রার্থীদের সমর্থকরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে প্রচারণা চালাতে দেখা গেছে। অপর দিকে যেকোনো সহিংসতা এড়াতে মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। সাথে ৪টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৯টি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। সেইসাথে ৯টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top