‘শেখ হাসিনা না থাকলে এক রাতেই ৩ লক্ষ নেতাকর্মী মারা যাবে’
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ০৯:৪০; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:০৭

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী বলেছেন, আগামী নির্বাচনে যদি শেখ হাসিনার সরকার না থাকে তাহলে প্রথম রাতেই কম পক্ষে ৩ লক্ষ আওয়মী লীগের নেতাকর্মীরা মারা যাবে। সেই ৩ লক্ষের মধ্যে আপনি আমিও থাকতে পারি। তাই দলের সবাইকে এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
- বুধবার (১৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নেতা কর্মীরা যদি এক থাকে তাহলে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক শক্তি নাই যারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। সে কারণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। অমি কি পেলাম আর কি পেলাম না সেটা বড় কথা নয়। আমাদের সকলে মিলে আবারো শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। সেটাই আমাদের শপথ নিতে হবে।
এসময় এই অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ভবিষ্যতে আর কোনোদিন লাঠি মিছিলের চিন্তা ভাবনা করবেন না। আপনারা লাঠি নিয়ে বের হলে, আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু তসবি নিয়ে মাঠে নামবে না। আপনাদের লাঠির জবাব আমরা লাঠি দিয়েই দেবো, তখন কিন্তু পালাবার কোন পথ পাবেন না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পরাস্থ করে এমন কোনো রাজনৈতিক দল, এমন কোনো শক্তি বাংলাদেশে নাই। তাই আমাদের রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন।
সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান, সুদেব সাহা প্রমূখ।
সভার শেষ মুহুরতে বিকেলে দ্বিতীয় অধিবেশনে আব্দুল আলিম মিন্টু সভাপতি ও হামিদুর রহমান আলাই সাধারণ সম্পাদক বলে ঘোষণা করেন।
সূত্র: ঢাকা মেইল
আপনার মূল্যবান মতামত দিন: