শহীদ জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদ যুবদলের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০ ১৯:১৭; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২১:৪৬
-2020-10-03-13-16-08.jpg)
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘ইনডেমনিটি’ নাটকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীর বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন।
যুব দলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলীয় নেতারা।
শেষ রিপোর্ট লেখা পর্যন্ত বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর কটুক্তির সমালোচনা ও বিচান দাবি করে বক্তব্য করছিলেন।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: