টেকব্যাক শ্লোগান দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়: তথ্যমন্ত্রী
টেকব্যাক শ্লোগান দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়: তথ্যমন্ত্রী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ ০৭:৫১; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২২:১০

টেকব্যাক শ্লোগান দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়, পাকিস্তান বানাতে চায়, বোমা হামলা, গ্রেনেড হামলার জামানায় নিয়ে যেতে চায় আমরা তাদের হাতে দেশকে তুলে দিতে পারি না। এ জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক ও বিএনপির বিরুদ্ধে জনগণকে বোঝানোর আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে আনিসুর রহমানকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক হিসাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
#এমএস
আপনার মূল্যবান মতামত দিন: