মাটিকাটা ইউপি উপ-নির্বাচনে নৌকা জয়ী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০ ০৫:০২; আপডেট: ১১ অক্টোবর ২০২০ ০৫:০২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী।

নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৩ হাজার ৯৯১ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনিরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৬৭০ টি। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১০ টি ভোট কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগে থেকেই ভোটারদের আগ্রহ কম দেখা দেয়ায় ভোটের দিন ভোট কেন্দ্রে উপ¯ি’তি কম দেখা যায়।

ভোট কেন্দ্রের আশে পাশে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীকে দেখা গেলেও বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলী আযম তৌহিদ ২০২০ সালের ২৪ জানুয়ারী মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন ২৯ মার্চ ভোট গ্রহণের ঘোষণা দিলেও করনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। নতুন করে ১০ অক্টোবর ভোট গ্রহণের ঘোষণা দিলে আওয়ামী লীগ ও বিএনপির ২ চেয়ারম্যাম প্রার্থী ব্যাপক প্রচার প্রচারণা চালায়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top