মির্জা ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ১৫:২০; আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৫:২৩

- ছবি - ইন্টারনেট

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) বিএনপির আইনজীবীদের করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

মির্জা ফখরুলের জামিনের বিষয়ে দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ অন্য আইনজীবীরা।

তাদের আবেদনের প্রেক্ষিতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টা সময় ধার্য করেন আদালত।

এর আগে ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশে প্রধান বিচারপতির বাসভবনের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ।

মামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

২৯ অক্টোবর ডিএমপির গোয়েন্দা পুলিশ ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যায়।

প্রায় দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওইদিন রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top