রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৪ ২১:৩৪; আপডেট: ২৯ জানুয়ারী ২০২৪ ২৩:৫১

ছবি: সংগৃহীত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় থেকে এ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডলফিন ক্লিনিকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, বিনাভোটের সরকারকে জনগণ প্রত্যাখান করেছে। প্রহসন ও ডামি নির্বাচনের মাধ্যমে এক দলীয় সরকার প্রতিষ্ঠিত করেছে। দেশে সুপরিকল্পিত ভাবে বাকশালি কায়েম করতে চাই। আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে দেশকে তুলে দিতে চাই।

এসময় তিনি জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি এ. টি. এম. আহজারুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ জামায়াত নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে অন্তরীণ করে রাখার বিষয়টি উল্লেখ করে তাঁদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানান।

এছাড়াও তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কার্যকরী পদক্ষেপ নিতেও দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মন্ডল, মহানগরী সমাজ কল্যাণ সম্পাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top