কোয়ারেন্টিন পালন করছেন মির্জা ফখরুল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০ ২০:৪৮; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০২:০০
-2020-11-19-14-48-21.jpg)
নিকটাত্মীয় করোনাভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত হওয়ায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গেল বুধবার (১৮ নভেম্বর) থেকে উত্তরার বাসায় তিনি কোয়ারেন্টিন শুরু করেছেন– এভাবে থাকবেন ১৪ দিন।
বিএনপি মহাসচিবের কোয়ারেন্টিনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
মূলত, উত্তরার বাসায় থাকা শ্যালক কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল কোয়ারেন্টিনে থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু তিনি সশরীরে না গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
বর্তমানে করোনা আক্রান্ত ফখরুল শ্যালক কাজী একরামুল রশীদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নেতাকর্মীদের মনোবল না হারিয়ে ধৈর্য্য ধরার আহবানও জানান তিনি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: