বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়িতে কাঁথাও বানায় না: রিজভী

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪ ২১:৩০; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১৯:০৪

ছবি: সংগৃহীত

ঈদের আগে বিএনপি নেতাদের বউরা ভারতের শাড়ি বিক্রি করতেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি নেতাদের স্ত্রীরা ভারত থেকে শাড়ি তেমন কেনে না। আর ভারতীয় পুরোনো শাড়ি দিয়ে কাঁথাও বানায় না।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মারা যাওয়া, গুম হওয়া ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গতকাল রাজধানীর তেজগাঁওস্থ আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাকের সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, ঈদের আগে দেখি বিএনপি নেতাদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করতো। আমি এখন বলব বিএনপি নেতারা যদি বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান, তাহলে বিশ্বাস করব আপনারা সত্যি ভারতীয় শাড়ি বর্জন করলেন।’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের স্বার্থ নিয়ে সরকারপ্রধান তামাশা করছেন। বিএনপি নেতাদের বউরা ভারত থেকে শাড়ি তেমন কেনে না। আর পুরোনো শাড়ি দিয়ে কাঁথাও বানায় না।’

রিজভী প্রশ্ন রেখে বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ন করা ঠিক হবে কি না, এসব নিয়ে অনেকে নিউজ করছেন, টকশো করছেন। কিন্তু কথা হলো ভারতের পণ্য বর্জন করায় সরকার ও তাদের লোকরা এত বিচলিত কেন?’

সীমান্ত হত্যা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সীমান্তে হত্যা, ন্যায্য হিস্যার বিষয়ে কেন কথা বলা যাবে না। এগুলো কি দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে না?’ অনুষ্ঠানে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার ২১ নেতাকর্মীর পরিবারকে বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top