বান্দরবানে আইনজীবীসহ জামায়াতের ৭ সদস্য কারাগারে

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩০ জুন ২০২৪ ০৭:৩৫; আপডেট: ২ জুলাই ২০২৪ ১৪:০৮

ছবি: সংগৃহীত

বান্দরবানে গোপন বৈঠকের অভিযোগে আটক জামায়াতের ৭ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হকের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

আসামিরা হলেন- জামায়েত ইসলাম বান্দরবানের সদস্য মো. ইমরানুল হক (৩০), মো. মাহফুজুর রহমান (৪৬), নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯), মো. আশরাফুল ইসলাম (৩০), আইনজীবী মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬) ও হুমায়ূন কবির (৩৭)।

মামলার এজহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদরের যৌথখামার এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের মোবাইলে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন টেক্সট ম্যাসেজ, ভিডিও-অডিও বার্তা ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল নিলাদ্রী থেকে মতিউর রহমান নিজামীর লেখা ‘রাসুল্লাহ (সা.) মক্কার জীবন’, খুররম জাহ্ মুরাদের লেখা ‘ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক’, বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যক্তিগত রিপোর্টসহ বেশ কয়েকটি বই উদ্ধার করা হয়।

এছাড়া ওই হোটেল থেকে প্রেরণা নামক একটি ম্যাগাজিন, কুরআনের মর্যাদা রক্ষার অনন্য নজির, শ্রমিক বার্তা নামক একটি ম্যাগাজিন, মাসিক প্রেরণা নামক একটি ম্যাগাজিন পাওয়া যায়।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top