জামালপুরে পৌর মেয়রসহ আ.লীগের ৬২ জনের বিরুদ্ধে মামলা
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪ ২১:০৯; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৭:৪৩
 
                                জামালপুর পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) রাতে সুরাইয়া আক্তার নামের এক নারী সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বাদী সুরাইয়া আক্তার জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল করিমের স্ত্রী।
মামলা সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকাল সাড়ে ৪ টার দিকে ছাত্রদল নেতা আঃ করিম কামরান মোটর সাইকেল যোগে শহরের পুরাতন বাইপাস মোড় থেকে গেইট পাড় এলাকায় যাচ্ছিলেন। গেইটপাড় যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দের হুকুমে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ মামলার অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র ও শর্টগান, পিস্তল নিয়ে ওই ছাত্রদল নেতার ওপর হামলা করেন। এ হামলায় ছাত্রদল নেতার গুরুতর আহত হন।
জামালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুহাব্বত কবির জানান, উপজেলা পরিষদের ও পৌর মেয়রসহ ৬২ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলে জানান তিনি।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: