আ.লীগসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে রিট
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৮:২১; আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০৬:৩৬
বাংলাদেশ আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এসব দলকে ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ বাদে ১১টি দলের মধ্যে রয়েছে—জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, লেবারের ডেমোক্রেটিক পার্টি, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া) এবং সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ তিনজন আবেদনকারী এই রিটটি করেছেন। অপর দুজন হলেন মো. আবুল হাসনাত ও মো. হাসিবুল ইসলাম।
এছাড়া, এই তিন রিটকারির দ্বারা করা অপর একটি রিটে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে এসব নির্বাচনের গেজেট বাতিল করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনে নির্বাচিত এমপিদের সকল সুযোগ-সুবিধা বাতিল করে তা প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়েছে। তারা অভিযোগ করেছেন যে, এসব নির্বাচনের এমপিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: